বাংলাদেশের বর্তমান প্রেক্কাপট
প্রায় মৃত মানুষের
রক্ত মাংস হাড়
চোষে জারা গড়ছে টাকার পাহাড় ।
তারাই বাংলাদেশের রাজনৈতিক নেতা
তাদের ছালাম জানাই প্রণাম করি ভুলে সকল ব্যাথা ।
ওরা তুলেনেয় বাংলাদেশ হাতের মোটে
বিনিময়ে আমাদের বাসি ভাত আর কচু ভর্থা জুটে
অনাহারে জ্বলে ওটে আরও কত অনাহারীর পাকস্তলি...
যত যায় দিন তত বাড়ে বুকে জলাঞ্জলি
হরতালে হরতালে চেয়ে যায় বাংলাদেশ
ষাট ঘনটার হরতাল প্রিয় নেতৃর আদেশ ।
পুড়িয়ে মারাহয় জলজ্যান্ত বাসের যাত্রী
ফুলঝুরির মত বোমা বিস্ফোরিত হয় দিবা রাত্রি ।
এভাবে দূষিত হতে চলছে আমাদের
প্রিয় বাংলাদেশের মাটি
আর জানিনা কবে হবে খাঁটি ।
প্রায় মৃত মানুষের
রক্ত মাংস হাড়
চোষে জারা গড়ছে টাকার পাহাড় ।
তারাই বাংলাদেশের রাজনৈতিক নেতা
তাদের ছালাম জানাই প্রণাম করি ভুলে সকল ব্যাথা ।
ওরা তুলেনেয় বাংলাদেশ হাতের মোটে
বিনিময়ে আমাদের বাসি ভাত আর কচু ভর্থা জুটে
অনাহারে জ্বলে ওটে আরও কত অনাহারীর পাকস্তলি...
যত যায় দিন তত বাড়ে বুকে জলাঞ্জলি
হরতালে হরতালে চেয়ে যায় বাংলাদেশ
ষাট ঘনটার হরতাল প্রিয় নেতৃর আদেশ ।
পুড়িয়ে মারাহয় জলজ্যান্ত বাসের যাত্রী
ফুলঝুরির মত বোমা বিস্ফোরিত হয় দিবা রাত্রি ।
এভাবে দূষিত হতে চলছে আমাদের
প্রিয় বাংলাদেশের মাটি
আর জানিনা কবে হবে খাঁটি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন