স্বপ্নের টীকানা
জীবনের এ দার
খুলেনাত আর
কি করে হবপার
এ জীবন নদী।
দু কোলে কত ভেলা ?
পার হয় মানুষ সকাল সন্ধ্যাবেলা ।
...
ভেলাহীন আমায় নিয়ে করে খেলা
এ জীবন নদী ।
যদি পেতাম একটা ভেলা নিরবদি
জীবনের কাটিয়ে সকল হেলা, হতাম মানব দরদি ।
বসে আছি একা কূলে
সব স্বপন সাজিয়ে ফুলে ফুলে
যত্নকরে রেখেছি বুকে তুলে ।
তা করচে বুকে হাহাকার
ঘন ঘর্জনে বাতাস ভারী চিৎকার
সইতে পারিনা
হায়...কোথায় যাই কি করি
কোথায় আমার স্বপ্নের টীকানা ?
জীবনের এ দার
খুলেনাত আর
কি করে হবপার
এ জীবন নদী।
দু কোলে কত ভেলা ?
পার হয় মানুষ সকাল সন্ধ্যাবেলা ।
...
ভেলাহীন আমায় নিয়ে করে খেলা
এ জীবন নদী ।
যদি পেতাম একটা ভেলা নিরবদি
জীবনের কাটিয়ে সকল হেলা, হতাম মানব দরদি ।
বসে আছি একা কূলে
সব স্বপন সাজিয়ে ফুলে ফুলে
যত্নকরে রেখেছি বুকে তুলে ।
তা করচে বুকে হাহাকার
ঘন ঘর্জনে বাতাস ভারী চিৎকার
সইতে পারিনা
হায়...কোথায় যাই কি করি
কোথায় আমার স্বপ্নের টীকানা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন