বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

বাংলাদেশ

এই দেশে কিছু কিছু মানুষ আছে, তাদের আর পশুর মধ্যে কোন পার্থক্যনাই।
এই দেশে প্রতিনিয়ত ১৪ তেকে ১৫ জন মানুষ মরছে, তাতে মানুষের কোন মাতা ব্যাতানাই।
এই দেশে মুর্খ মুল্লারা যখন তখন পিটিয়ে মারছে যে কোন প্রগতিশীল বুদ্ধিজীবি ।
এই দেশের প্রধান খাদ্য ভাত, মাছ
অতছ এই ভাত, মাছ প্রধান সমস্যা,
নাখেয়ে অনাহারে মরছে মানুষ, খাদ্যের অভাবে হাড্ডিসার অবুজ শিশুর ফ্যাকাশে রুক্ক মুখ আমাকে কাঁদায় বার বার।
এই দেশে মানুষের অকাল করুণ মৃত্যু মানুষকে আঘাত করেনা
আঘাত করে ধর্মের মত অপদার্ত,অন্ধকার,নিম্ন মানের একটি অপবিশ্বাসের বিরুধ্যে কেউ কিছু বললে ।
এই যুক্তিহীন অপ বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য পশুরমত মানুষ জবাই দিয়ে আসছে তারা হাজার বছর ধরে ।
সেই অপ বিশ্বাসকে সযত্নে আঁকড়ে ধরে মুল্লা গুষ্টির যেহারে বাড়ছে জিহাদি আগ্রাসন তাথে দেশের সর্কার সহ সাধারন জনগন রেহাই পাবেনা।
ধর্মের নামে অপকর্ম করে যাবে
জাকে ইচ্ছা তাকে হত্যা করবে
পুলিশের বদলে তৈরি হবে জিহাদি গুষ্টি, তারা গুরে বেড়াবে বাংলাদেশের যত্র তত্র, হাতে নিয়ে ধারালো তলোয়ার ।
এর ফলে আমরা পাবো কটিন মধ্যযোগ
আর ইসলামি হত্যাযজ্ঞ ।
তাই এইদেশ এবং জাতিকে রক্কার জন্য এসো হে বন্দু নামি রাস্থায়
যারা আমাদের প্রিও মাতৃভোমি বাংলাদেশকে আফগান আর পাকিস্তান বানাতে চায় ।
আরো দেখুন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন