সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

তর বর হব


তুই আমার বুকের ভেতর যত্নে আছিস
আমারে তর বুকের ভেতর মায়াবনে লুকিয়ে রাখিস
আসতে চাইলে স্তান দিসগো
বাসতে চাইলে ভালবাসিস ।
তর লালজামাটা সূর্য মামা পরছে বলে কেন হাসিস । ...
জল তরঙ্গে লাগে ঝিলিমিলি
দেখে তর অঙ্গের বিজলি ।
তর হাসির ছটায়
গোলাপ ফুটায়
বানায় আমায় উদাসী ।
তরপিরিতে দেওয়ানা মুই
জানে এ বিশ্ববাসি ।
তর রাঙা টুটের চুমুতে
রাত পারিনা ঘুমোতে
তর রাঙা গালের ডাঙাতে
গিয়েছিলাম সুখ ভাঙাতে
দিলনা সুখ ভাঙ্গাতে আমায়
তর সাদা কাল মোটা মামায়
পালিয়ে গেলাম ঝাউবনে
দেখা হলনা আর দুজনে
কোথায় আছ কেমন আছ জানাইও
তুমি পাত্রি হলে আমায় বর বানাইও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন