শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

নারী

যখন তুমি ঘরের বাহির হও
বড় বড় চোখ করে ছুরির মত দাঁত বের করে
গিলে খাবার অন্তিম আকাংখায় চেয়ে থাকে তোমার স্তনের পানে
উরুর পানে সারা শরীরে নরহিংস্র হাঙররা
আর তাদের উস্কানি দেয় সেই
মধ্য যুগিয় বর্বররা জারা তোমার স্বীকৃতি দেয়না মানুষ বলে
জারা তোমায় একখণ্ড জমির মত শস্য কেত্র ছাড়া কিছুই ভাবেনা
সেই মধ্য যোগীয় বর্বর ...
আর তাদের উস্কানিতে গড়ে ওঠা হাঙররা
নষ্ট করছে আমাদের সমাজ , রাষ্ট্র এবং নারী
যেভাবে নষ্ট করছে বুড়িগঙ্গার পানি, নষ্ট আবর্জনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন