কিচ্ছু লাগে না ভাল
অন্তরে বেদনার দুর্নিবাস অন্ধকার
কে আছে জ্বালিবে আলো ...
একলা একলা বসে বসে খসে যাচ্ছে জীবনের সকল গুরুত্বপূর্ণ মুহুর্ত
কিচ্ছু করতে পারছিনা
সকল কাজে সকল ভাবনায়
জীবনের সকল আগ্রহে
জাগ্রত তুমি আছ হে প্রিয়া
তোমার হাতছানি তোমার মুখের বানী তোমার চোখের পানি
মনে পড়ে সকাল সন্ধ্যা
হে মহানন্ধা ।
অন্তরে বেদনার দুর্নিবাস অন্ধকার
কে আছে জ্বালিবে আলো ...
একলা একলা বসে বসে খসে যাচ্ছে জীবনের সকল গুরুত্বপূর্ণ মুহুর্ত
কিচ্ছু করতে পারছিনা
সকল কাজে সকল ভাবনায়
জীবনের সকল আগ্রহে
জাগ্রত তুমি আছ হে প্রিয়া
তোমার হাতছানি তোমার মুখের বানী তোমার চোখের পানি
মনে পড়ে সকাল সন্ধ্যা
হে মহানন্ধা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন