সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

নির্বাচন

নির্বাচনকে আর কেহ সমর্তন করুক আর না করুক আমি করি কারণ বিএনপি আসলে জামাতিরাও আসত আর জামাত শিবির আসা মানে সারা বাংলাদেশের কলঙ্কীত অধ্যায় শুরু হওয়া । ধর্নের নামে খুন, ধর্ষণ , লুট পাট করত , আর আমরা মুক্তমনারা হতাম তাদের প্রথম এবং প্রধান টার্গেট ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন