মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

চাদের মেয়ে

চাঁদের মেয়ে রূপালী
নাম তার দীপালি
নাক ফুল সোনালী ...
গায়ে হাত ভোলালি
কানের দুল দোলালি
চোখের পাথা নাচালি
প্রাণে মোরে বাঁচালি ।

খেয়া ঘাটের মাঝীরে
সাজের বেলার সাজিরে
বিয়ে হবে আজিরে
মেয়ে টা বেশ পাজীরে
ডেকে আনো কাজিরে।

কত স্বপ্ন গড়িরে
হাতে নাই কড়িরে
খাই ঘুমের বড়িরে
দেই গলায় দড়িরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন