মেয়েটির অপরাধ ছিল সে একজন বাঙালি নারী মেয়েটির অপরাধ সে বাংলাদেশের মুক্তি যুদ্ধ সমর্তন করেছিল
তাই তাকে ধর্ষণের পর হত্যাকরে ফেলে রাখে যুদ্ধাপরাধি এবং পাকহানাদাররা ।
জয় বাংলার জয় গানে এভাবেই নেমেছিল বাংলার অলি গলি সকল জায়গায় মুক্তিকামি নারী পুরুষ এবং শিশুরা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন