এক ফুটা শান্তির লাগি কি বিষণ অশান্তিতে কাটছে আমার প্রহর গুল
শান্তির তরে দেশ থেকে দেশে দিগন্ত থেকে দিগন্তে মাউণ্ট এভারেস্টের শর্বাচ্চ চুড়ায়
বঙ্গপ সাগর থেকে আটলান্টিকে সেন্ট মার্টিন দ্বিপ থেকে এলীফেণ্ট দ্বিপে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু আমার যাত্রা
কোথাও শান্তি নেই
অশান্তি আমার বুকে করেছে বাস
আমি হাহুতাশ আমি চলে যাব দুরঅনন্ত লোকে
যেশূন্যতা থেকে আমার জন্ম হয়েছিল সেই শূন্যতায়
আমার বুকের হৃদপিণ্ড অশান্তির বেদনায় কাঁপছে তরতর
এই আমি বড় অবেলায় বিরহের বেলা হাতে নিয়ে বসে আছি একটা বেদনার গান গাইব বলে
কিন্তু আমার গলাদিয়ে বের হচ্ছেনা কোন সুর
আমি শান্তির অপেক্ষায় বসে ছিলাম গ্রামের এক বটবৃক্ষের তলায়
বেলা শেষে দেখি খেলা করছে আমার পায়ের পাসে দুটো ফুটো পয়সা ।
শান্তির তরে দেশ থেকে দেশে দিগন্ত থেকে দিগন্তে মাউণ্ট এভারেস্টের শর্বাচ্চ চুড়ায়
বঙ্গপ সাগর থেকে আটলান্টিকে সেন্ট মার্টিন দ্বিপ থেকে এলীফেণ্ট দ্বিপে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু আমার যাত্রা
কোথাও শান্তি নেই
অশান্তি আমার বুকে করেছে বাস
আমি হাহুতাশ আমি চলে যাব দুরঅনন্ত লোকে
যেশূন্যতা থেকে আমার জন্ম হয়েছিল সেই শূন্যতায়
আমার বুকের হৃদপিণ্ড অশান্তির বেদনায় কাঁপছে তরতর
এই আমি বড় অবেলায় বিরহের বেলা হাতে নিয়ে বসে আছি একটা বেদনার গান গাইব বলে
কিন্তু আমার গলাদিয়ে বের হচ্ছেনা কোন সুর
আমি শান্তির অপেক্ষায় বসে ছিলাম গ্রামের এক বটবৃক্ষের তলায়
বেলা শেষে দেখি খেলা করছে আমার পায়ের পাসে দুটো ফুটো পয়সা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন