সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

নীল পাথা

নদীর কিনারায় আকাশের তাঁরায় ধান ক্ষেতের পাসে
যে মুখ বার বার চোখে ভেশে আসে
সে মুখের পানে চেয়ে চেয়ে ধরেছি পাড়ি পৃথিবীর পথে
লড়েছি কথ মৃত্যুর সাথে পাঞ্জা
হয়েছি তেপান্তরের মাঝী
আমার বনবাস আমার আকাশ বাতাস আমার দৈর্ঘশ্বাস আমার এ মহাবিশ্য সব
সেই মুখ সেই সুখ সেই তাহার লাগি
জাহার লাগি আমি হয়েছি নিরুধ্যেশ, ধরেছি জীবন বাজী ।
জাহার লাগি আমি দিশাহারা জাহার লাগি চোখ ভোলাই পৃথিবীর সকল রাস্তায়
অলি গলি বিরহের নীল পাথায় পাথায় ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন