পাশের বাড়ির এক দাদাকে দেখলাম,
মাঝে মাঝে,কবিতা লিখতেন
গান গাইতেন,সৎ জীবন যাপন করতেন ।
প্রথমে তার বউ তাকে ছেড়ে চলে গেল ।
দুটি সন্তান অসুস্থতায় মারা গেল ।
নদী ভাঙ্গানে ভাঙ্গানে
আছতে আছতে সব জমি বিলিন হয়ে গেল ।
দাদা সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন ।
সেই সুন্দর স্বাস্থ্য ভেঙ্গে, অসুস্থ হয়ে, পাগল হয়ে,
একদিন মারাগেলেন ।
আর পাশের বাড়ির আরেক দাদা ছিলেন ।
তিনি লোক তেমন ভালছিলেন না ।
মানুষ ঠকানো ছিল তার প্রধান কাজ ।
তিনি এক বউ রেখে আরেক বউ বিয়ে করে আনলেন ।
ঘরে চারটা সন্তান রেখে ,আরও চার সন্তান নিলেন ।
জমি পঞ্চাশ বিঘা থেকে একশ বিঘা করলেন ।
তিনি দেখতে কালো চিকল ছিলেন ।
এখন তিনি দুন্দর স্বাস্থ্যের অধিকারী ।
পৃথিবীতে ভাল মানুষেরা ভাল থাকে না
খারাপ মানুষেরা খুব বেশী ভাল থাকে ।